28 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / আক্কেলপুরে পুকুর সংস্কারের মাটি থেকে কালো পাথরের দূর্লভ মূর্তি উদ্ধার

আক্কেলপুরে পুকুর সংস্কারের মাটি থেকে কালো পাথরের দূর্লভ মূর্তি উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর সংস্কারের মাটি থেকে পাওয়া গেছে কালো পাথরের একটি দূর্লভ মূর্তি। এটি হতে পারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে প্রথম পাওয়া রাজা-রাণী সাদৃশ্যের মূর্তি।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কাশিড়া ঘোষপাড়া গ্রামে ৫৬০ গ্রাম ওজনের ওই কালো পাথরের মূর্তি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া-ঘোষপাড়ার কালিতলা পুকুর সংস্কারের কিছু মাটি কেনেন বেলি নামে নারী। সেই মাটি থেকেই তিনি একটি কালো রংয়ের পাথরের মূর্তি পান। প্রথমে মূর্তিটি প্রতিবেশী স্থানীয় মূর্তি কারিগর বিনয় নামের এক ব্যক্তিকে দিয়ে দেন তিনি। পরে সেটি আবার ফেরৎ নিতে গেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে। সকাল থেকেই মূর্তিটি দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে শনিবার সকালে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কালো ওই মূর্তিটির ওজন ৫৬০ গ্রাম ও উচ্চতা ৬ দশমিক ২ ইঞ্চি। মূর্তির বাম পাশে কিছু অংশ ভাঙা। তবে মূর্তিটি কোনো ধরণের পাথরের, তা নিশ্চিত হওয়া যায়নি।

মূর্তিটি পাওয়া নারী বেলি বেগম বলেন, ‘আমি বিপ্লব সাখিদারের কাছ থেকে পুকুরের মাটি কিনেছি। ওই মাটি থেকে পাথরের মূর্তিটি পেয়ে স্থানীয় মূর্তি কারিগর বিনয়কে দিয়ে দেই। পরে প্রশাসন এসে সেটা নিয়ে যায়।’

স্থানীয় মূর্তি কারিগর বিনয় জানান, ‘মূর্তিটি পাওয়ার পরে আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছি। এটা সাধারণ পাথরের শীব-পার্বতীর মূর্তি বলে মনে হচ্ছে। পরে প্রশাসনকে জানালে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, ‘শনিবার সকালে বিষয়টি জানার পর মূর্তিটি নিরাপদ হেফাজতে নেওয়া হয়। পরে ইউএনও মহোদয়কে হস্তান্তর করা হয়েছে।’

পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, ‘ছবি দেখে ধারণা করা হচ্ছে, এটি পাথরের একটি দূর্লভ মূর্তি। আমাদের সংগ্রহে পাথরের যেসব মূর্তি রয়েছে, তাতে দেব-দেবীর আকৃতি রয়েছে। তবে এটি দেখে দেব-দেবীর আকৃতির মনে হচ্ছে না। আমাদের জাদুঘরে এ ধরণের কালো পাথরের রাজা-রানী ও তাদের কোলে বাচ্চার সাদৃশ্যের মূর্তি নেই। তবে পোড়া মাটির টেরাকোটা আছে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে প্রথম পাওয়া রাজা-রানী সাদৃশ্যের পাথরের মূর্তি হতে পারে। এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ।’

আক্কেলপুর ইউএনও মনজুরুল আলম বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি আপাতত জেলা ট্রেজারিতে রাখা হবে। পরবর্তীতে বিধি মোতাবেক প্রত্নতত্ত্ব বিভাগকে দিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …