15 Magh 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ সম্পাদক এবং নারায়ণগঞ্জ গম চাউল আরৎদার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ১৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাগিব হাসান ভুইয়া আজ ২য় দিনের মত নিতাইগঞ্জ, পাইকপাড়া, ভুইয়াপাড়া এলাকায় ১৫০০ পথচারী লেবার, রিক্সা চালক, দিন মজুর মানুষ কে সরবত পান করান।

এ সময় রাগিব ভুইয়া জানান মানু্ষ মানুষের জন্য। এই মানুষ গুলো পরিশ্রম করে বলেই আমরা সুখে শান্তিতে বসবাস করি, আমাদের জীবন অনেক সহজ তাই সেই সকল মানুষকে একটু পানির পিপাসা মিটানোর জন্যই আজ ২য়  দিনের মত আমরা ঠান্ডা গুর, লেবু, চিনির শরবত বিতরন করা হয়। এটা কোন দান নয়। এটা তাদের প্রতি ভালোবাসা।
এছাড়াও নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে আজ ৪র্থ দিনের মত পানি বিতরন চাষারা, দুই নং রেইলগেট এলাকায় পানি বিতরন করা হয়েছে

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …