নিউজ ব্যাংক ২৪. নেট : নড়াইলের লোহাগড়ায় গভীর রাতে দুর্বৃত্তের হামলায় স্ত্রীসহ পৌরসভার কাউন্সিলর মো. ফারুক হোসেন (৪৪) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে একই মাইক্রোবাসের করে আসা দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় একজনকে আটক করে মারধর করেছে এলাকার উত্তেজিত লোকজন।
কাউন্সিলর ফারুক স্থানীয় যুবলীগ নেতা। হামলায় আহত তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়া কাউন্সিলরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সময় আটক রুবেল শেখ (২৪) পার্শ্ববর্তী রামপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, হামলার সময় রুবেল শেখকে জাপটে ধরে ফেলেন কাউন্সিলর ফারুক। তার চিৎকারে গ্রামের লোকজন এসে রুবেলকে মারধর করে। এ সময় মাইক্রোবাসে আসা কয়েকজন দূর্বৃত্ত পালিয়ে যায়।
কাউন্সিলর ফারুক বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলে রাত ১টার দিকে আমি ও আমার স্ত্রী বাড়ির প্রবেশ পথের গেট খুলে উঠানে থাকা কলাই (ডাল) পলিথিন দিয়ে ঢাকছিলাম। এ সময় রুবেল শেখসহ কয়েকজন লোহার রেঞ্জ ও হাতুড়ি দিয়ে মারধর শুরু করে। এ সময় আমার স্ত্রী ঠেকাতে গেলে দূর্বৃত্তরা তাকেও মারধর করে।’
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কাউন্সিলর ফারুক ও তার স্ত্রী মাথা-নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। ফারুককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘রুবেল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’