নিউজ ব্যাংক ২৪. নেট : বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে বাগেরহাট পৌরসভার দশানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ লাখ জাল টাকা, টাকা তৈরির পেপার, ডায়েস ও রংসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ফয়সাল গত চার মাস ধরে দশানি এলাকার একটি ছয়তলা ভবনে ভাড়া থেকে জাল টাকা তৈরি ও ব্যবসা পরিচালনা করছিলেন। সে বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদারিয়া গ্রামের বাসিন্দা। ঈদকে সামনে রেখে তিনি এই জাল টাকা তৈরি করছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি ও মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকার যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ছয় তলা বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় ১৫ লাখ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।