নিউজ ব্যাংক ২৪. নেট : ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দিসহ ৭৪ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বেলগরদ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইলিউশিন-৭৬ পরিবহন উড়োজাহাজটিতে ইউক্রেনীয় বাহিনীর ৬৫ জন বন্দি ছিলেন, যাদের বিনিময় করার জন্য নেওয়া হচ্ছিল।
তারা ছাড়াও ছয়জন ক্রু এবং তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই ফ্লাইটে। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সেটি বিধ্বস্ত হয়।
স্থানীয় বেল্টগোরদ চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দেখা যায়—একটি উড়োজাহাজ দ্রুত নেমে আসে এবং মাটিতে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।
রাশিয়ার পার্লামেন্ট সদস্য এবং অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই কারতাপোলভ বলেন, উড়োজাহাজটি তিনটি ক্ষেপণাস্ত্র দ্বারা ভূপাতিত করা হয়েছে। তবে তিনি কোথা থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে কিছু বলেননি।
বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে বিধ্বস্ত উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা যাচাই করে দেখতে পারেনি। প্রসঙ্গত, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এবং ইউক্রেন নিয়মিত বন্দি বিনিময় করে।