6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বিএনপি চায় ভাত মুখে মুখে তুলে খাইয়ে দেয়া হোক- লিপি ওসমান

বিএনপি চায় ভাত মুখে মুখে তুলে খাইয়ে দেয়া হোক- লিপি ওসমান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ-৪ আসনর সংসদ সদস্য শামীম ওসমানর স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আমি মা বোনদের কাছে ভোট চাইতে গেলে কী বলে ভোট চাইবো। কিছু মর্মান্তিক ঘটনায় আমি আহত হয়ছি। বিএনপি জামায়াত আগুন দিয়ে তাদের হত্যা করা হয়েছে। কেন? তারা মানুষকে হত্যা করছে কারণ তারা ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসুক। নির্বাচনে আসবে না। বিএনপি চায় তাদের ভাত মুখে তুলে খাইয়ে দেয়া হোক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ ও ২ নং ওয়ার্ড মিজমিজি রকমত আলী উচ্চ বিদ্যালয় মাঠ ও মিজিমিজি চৌধুরী পাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এসময় পোড়া মানুষ পুড়তে পুড়তে আল্লাহর কাছে বিচার দিয়েছে হয়ত। যারা আগুনে পুড়ে মরেছে শুধুমাত্র তারাই জানে এই যন্ত্রণা। কিছুদিন আগে এক শিশু বাসে ঘুমাছিল। সে জানতো না পরের দিন সকালে সে উঠতে পারবে না। এই বিএনপির সন্ত্রাসীরা তাকে পুড়িয়ে হত্যা করেছে। কয়েকদিন আগে ট্রেনে আগুন দেয়া হল। চারজন মারা গেল। মা ও শিশু দুজন দুজনকে জড়িয়ে ধরে পুড়ে মারা গেছে। একটাবার ভাবুন ওদের কতটা কষ্ট হয়েছে। আমরা আজ তাদের বিচার চাইতে এসেছি। আমাদের ইয়াং ছেলেদের বিএনপির নেতারা ইউজ করছে। আপনারা ভালো থাকবেন। যে ছেলেদের আগুন দিতে পাঠান তাদের তা শা¯ি দয়া হব। তারা ভুগব। আপনাদের তা কিছু হবে না। নিজেদের স্বার্থ আপনারা ওদের ব্যাবহার করেছে। জনগণকে পুড়িয়ে তারা জনগণের জন্য আন্দোলন করেছে। এটা কেমন আন্দোলন।

তিনি আরও বলেন, তারা নির্বাচন আসতে দেখতে জনগণ কী করে। চোখের সামনে চার বছরর বাচ্চাকে পুড়ে যেতে দেখে আমরা কী চুপ করে থাকবো। আমরা কী প্রতিবাদ করবো না। আপনাদের কাছে অনেক বড় অস্ত্র আছে, সেটা হছে ভোট।
তিনি বলেন, আপনাদের ভোটকেদ্র দখল ওরা ভয় পাবে। আপনাদের অনুরোধ করছি কারণ এবার ভোটকেন্দ্র যাওয়ার ব্যাপারটা আলাদা। নৌকা মার্কায় ভোট দেয়া মানে ওদের চিরতরে প্রতিহত করা। মায়েদের কাছে বিচার দিতে চাই। ওরা আগুন দিয়ে পুড়িয়ে খেলছে। আমরা সে খেলার মাঠে আছি। আল্লাহর কাছে বিচার দিয়ে সেই খেলায় আমরাও আছি। খেলা হবে ৭ জানুয়ারি।

আওয়ামীলীগ নেত্রী হোসনে আরা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা হাজী ওমর ফারক, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার, কাউন্সিলর আনোয়ার ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, মিজমিজি পাইনাদী রকমত আলী উচচ বিদ্যালয় ভোট কেদ্র পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচছাসেবক লীগের সাবেক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু ও আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রমুখ সহ অঙ্গ সহযাগী সংগঠনর বিভিন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন...

গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ মিছিল

নিউজ ব্যাংক ২৪. নেট : গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগসহ বিশ্বসংস্থা গুলোকে ব্যবস্থা নিতেই হবে …