10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / অদৃশ্য শক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়- শামীম ওসমান

অদৃশ্য শক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়- শামীম ওসমান

নিউজ ব্যাংক ২৪. নেট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ একেএম শামীম ওসমান বলেন, ট্রেনের মধ্যে মা আর শিশুকে যখন পুড়িয়ে মেরেছে, আমি প্রতিটা মায়ের চোখে ঘৃণা ও প্রতিবাদ দেখেছি। এবার এই ধরণের চেষ্টা করলে আমাদের মহিলারাই ওদের মেরে ফেলবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ আজমত আলী’র সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, বিএনপি ১৬ই জুন ২০০১ সালে আমার উপর আরডিএক্স বোমা হামলা করেছিলো। ২০জন মানুষ মারা গেছে। তখন আমি বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। শয়তানের কাজ শয়তানি করা কিন্তু আল্লাহর রহমতের সাথে কোন শয়তান পারবে না। আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। যারা আমাদের স্বাধীনতা নষ্ট করতে চায়, আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়। বঙ্গবন্ধু বলেছিলেন, স্বাধীনতা পাওয়া যতটা সহজ, তারচেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেখবেন কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল নামবে। অন্য কেউ বিএনপিকে গণতান্ত্রিক দল বলতে পারে কিন্তু আমার দৃষ্টি থেকে জামায়াত যুদ্ধাপরাধী দল আর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে।

সভাপতির বক্তব্যে যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ আজমত আলী বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এজন্য ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো। সবাই মিলে সহযোগিতা করলেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হবে।

এসময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও যুবলীগ নেতা মজিবুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন...

ওয়ালটন কম্পিউটার এক্সচেঞ্জ অফার (সিজন ৪) এর র‍্যালী নিতাইগঞ্জে অনুষ্ঠিত 

নিউজ ব্যাংক ২৪. নেট :  “নতুন সময়ের নয়া প্রযুক্তি নবপ্রজম্মের সবুজ পৃথিবী।” এর শ্লোগানে বিশ্ব …