11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / না’গঞ্জ রেল ষ্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

না’গঞ্জ রেল ষ্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

নিউজ ব্যাংক ২৪. নেট  :  নারায়ণগঞ্জ রেল ষ্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টাকালে বোমাসহ হাতেনাতে ৩ জন নাশকতাকারীকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

আটককৃতরা হলেন- বগুরা জেলার জয়নাল আবেদীন (২২), নীলফামারী জেলার হাবিবুর রহমান (২১) ও মো. আরিফ (২৩)। আটককৃতরা নারায়ণগঞ্জের বাসিন্দা না। তারা নাশকতা করার জন্যই এখানে এসেছিলো বলে জানায় পুলিশ। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এসআই মোখলেসুর রহমান গণমাধ্যমে বলেন, আমরা সকাল থেকে রেলওয়ে জুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একজনের হাতে বোমাটি দিয়ে আরেকজন সুতলি জ্বালানোর চেষ্টা করছিলো। এমন সময় আমরা তাদের হাতেনাতে আটক করি। তাদের সাথে আরও কিছু ছিলো কিনা সেটা আমরা তল্লাসি করে পাইনি। আটককৃতরা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তারা কার হুকুমে এ কাজটি করার চেষ্টা করেছে এবং তাদের বিস্তারিত পরিচয় আমরা খতিয়ে দেখছি।

৩ জন নাশকতাকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন...

জেলা বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’র মত বিনিময় সভা 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা বিআরটিএ এর সাথে জেলা বাস মালিক সমিতি ও …