19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / জাগ্রত সংসদের সাংস্কৃতিক সম্পাদক রাহাতের পক্ষে ৩০ টি পরিবারের জন্য ঈদ সামগ্রি বিতরন

জাগ্রত সংসদের সাংস্কৃতিক সম্পাদক রাহাতের পক্ষে ৩০ টি পরিবারের জন্য ঈদ সামগ্রি বিতরন

নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে সাংস্কৃতিক সম্পাদক মাহিন আহমেদ রাহাতের ব্যাক্তিগত উদ্যোগে শিবু মার্কেট এলাকায় ৩০ টি পরিবার ঈদ সামগ্রি বিতরন করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছিলো দুধ, চিনি, রকমারি সেমাই, পোলাও চাল।
এ সময় মাহিন আহমেদ রাহাতের সাথে ছিলেন তার এলাকার কিছু যুবক।

This image has an empty alt attribute; its file name is 99005568_307835220226230_8442979356799664128_n.jpg

মাহিন আহমেদ রাহাত বলেন ইতি মধ্যে তিনি ১০০ রিক্সা চালক অসহায় পরিবার কে ত্রান বিতরন, শিবু মার্কেটে ১৫০ প্যাকেট ইফতার সামগ্রি বিতরন, চাষাঢ়া তে  ২৫০ প্যাকেট ইফতার সামগ্রি বিতরন করেন।

This image has an empty alt attribute; its file name is 97999446_567819610828353_6749892507003256832_n.jpg

আরও পড়ুন...

বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে নারী- পুরুষের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দরে ১০ ঘন্টার ব্যবধানে পৃথক দু’টি স্থান হতে নারী-পুরুষের দু’টি …