9 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল

নিউজ ব্যাংক ২৪. নেট : সিরিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বুধবার ভোরে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার সেনাবাহিনীর সামরিক অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলোতে হামলা চালায়। খবর বিবিসির।

মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দাবি করে এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট ছোড়ার পর হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলে হামলা চালায়।

বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে প্রায় দেড় লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে যেকোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা। এগুলোর বেশিরভাগেরই রেঞ্জ কয়েক ডজন কিলোমিটার। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে তাদের।

আরও পড়ুন...

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত শতাধিক

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় এক অনুষ্ঠানে পদদলিত হয়ে …