7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নাঃগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩জন ডাকাত গ্রেফতার

নাঃগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩জন ডাকাত গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩ জন ডাকাত গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ই নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোয়েন্দা পুলিশের পক্ষ হতে গণমাধ্যমকে জানানো হয়, গত ৩১ শে অক্টোবর ২০২০ ইং সন্ধ্যা অনুমান ৬টা ঘটিকার সময় ১নং আসামী মোঃ সুমন প্রামণিক ও তার হেলপার ট্রাক নং ঢাকা মেট্টো-ট-২০-৮৪৫০ যোগে সোনারগাঁ থানাধীন মেঘনা সুগার মিল হইতে ৩২০ বস্তা ফ্রেশ চিনি (যার মূল্য অনুমান ( ৯৫০০০০ ) নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এস.এ ট্রেডার্স বড় লেখা সিলেট এ প্রেরণ করেন। কিন্তু ১নং আসামী সুমন ও তার হেলপার উক্ত মালামাল গন্তব্রস্থলে যথাসময়ে না পৌছাইয়া পাবনা জেলার ইশ্বরদী থানাধীন ইশ্বরদী বাজার চাঁদআলী মোড়ে আসামী তজম আলীর নিকট বিক্রি করে মর্মে তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এসএম আলমগীর হোসেনের তত্তাবধায়নে উক্ত শাখার পরিদর্শক (নিঃ) মোঃ হুমায়ূন কবির মোল্লা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ৪ঠা নভেম্বর ২০২০ইং বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকা হইতে ট্রাক চালক আসামী মোঃ সুমন প্রামাণিক (৩৫) কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করেন।

পরবর্তীতে আসামী সুমনের দেয়া তথ্যমতে ৪ঠা নভেম্বর তারিখ পাবনা জেলার ইশ্বরদী থানা এলাকা হইতে আসামী তজম আলীকে ১৫২ বস্তা চোরাই চিনিসহ গ্রেফতার করেন। আসামী তজম আলীর দেয়া তথ্যমতে একই তারিখ ইশ্বরদী থানা এলাকা হইতে আসামী জুবায়ের আহমেদ লিংকনকে গ্রেফতার ও তাহার দখল হইতে ১০৭ বস্তা চোরাই চিনি উদ্ধার করেন। উক্ত আসামীদের নিকট হইতে সর্বমোট ২৫৯ বস্তা চোরাই চিনি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …