7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

 

 

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ২০ মে ২০২২ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন কুতুবপুর শাহী মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাকত ০১ জন আসামী মোঃ বশির খান (৩৫), পিতা- মৃত আনসার খান, মাতা- সাফিয়া খাতুন, সাং-কুতুবপুর শাহী মহল্লা, থানা- ফতুল্লা মডেল, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, উক্ত মামলায় আসামীকে আদালত কর্তৃক ০৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ১০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …