নিউজ ব্যাংক ২৪. নেট : একুশে ফেব্রুয়ারি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন।

ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এম এইচ মডেল স্কুল।
২১শে ফেব্রুয়ারি প্রভাতে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এম এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা ভাষা শহীদদের স্মরণে এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..‘সংগীতটি’ বাজানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন এম এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো:পারভেজ পাপ্পু, মো: কবির হোসেন, মো: রাশেদুল হাসান সহ প্রমুখ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।