21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতীকী মানববন্ধন

৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতীকী মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : সকল শিক্ষাপ্রতিষ্ঠানের এই বছরের বেতন-ফি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টারের টিউশন ফি মওকুফ, অনাবাসিক শিক্ষার্থীদের বাসাভাড়া মওকুফে প্রজ্ঞাপন ও রাষ্ট্রীয় বরাদ্দ, সকলের জন্য পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করা ছাড়া অনলাইন ক্লাস-পরীক্ষা না নেওয়ার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা বুধবার ১৩ই মে বিকাল ৪ টায় ২ নং রেলগেইট চত্ত্বরে প্রতীকী মানববন্ধন করে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, ফতুল্লা থানা শাখার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, বন্দর থানার সদস্য সচিব রাকিবুল হাসান রবিন।

এসময় সুলতানা আক্তার বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ দরিদ্র। করোনাকালীন সময়ে মানুষ কর্মহীন হওয়ায় এদের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বেতন ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়া মওকুফের সরকারি প্রজ্ঞাপনের দাবি যুক্তিসঙ্গত। দেশের অধিকাংশ ছাত্রের অনলাইন ব্যবস্থা নেই। তাই পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইনে পরীক্ষা নেয়া যাবে না।

আরও পড়ুন...

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা দেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন করে মিয়ানমার থেকে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ …