নিউজ ব্যাংক ২৪. নেট : জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বুধবার বিকাল ৫ টায় শহিদ মিনারে সমাবেশ ও সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমরেড নিখিল দাস। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাসদের জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সদস্য সেলিম মাহমুদ, সিপিবির জেলা সদস্য
আবদুল হাই শরিফ, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বেআইনিভাবে জ্বালানি তেলের দাম সরকার বাড়িয়েছে ফলে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যরে দাম আরেক দফা বেড়েছে। গতকাল সয়াবিনে লিটার প্রতি ৭ টাকা বেড়েছে । জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রান্সপোট খরচ চালের কজি প্রতি ৫০ পয়সা বাড়লেও ব্যবসায়ীরা ৫
টাকা করে বাড়িয়েছে যেটি সর্ম্পূণ অযৌক্তিক। তেলের দাম বাড়িয়ে সরকারের আয় বাড়বে ২০ হাজার কোটি টাকা আর জনগণের কাধে চাপবে ৩৫ হাজার কোটি টাকার বোঝা। শুধু মাত্র চালের দাম বাড়িয়ে সিন্ডিকেট লুট করছে ১৪ হাজার কোটি টাকা। পরিবহন ভাড়া বাড়িয়ে জনগণের পকেট থেকে নেবে ১২ হাজার কোটি টাকা। কৃষি উৎপাদনে খরচ বাড়বে ৪৫০০ কোটি টাকা ভোজ্য তেলের দাম বাড়িয়ে ইতিমধ্যে লুটে নিয়েছে ২০০০ কোটি টাকা। ডিমের দাম বাড়িয়ে ১ সপ্তাহে লুটে নিলো ৫০০ কোটি টাকা। পানির দাম বাড়ছে সেপ্টেম্বর থেকে। এরপর বাড়বে বিদ্যুৎ, গ্যাসের দাম।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকার ভোট ডাকাতির সরকার, ফলে জনগণের প্রতি তাদের কোন দায় নেই। দুর্নীতি-লুটপাট-দলীয়করণ চলছে সর্বত্র। উন্নয়নের ঢাক-ঢোল পিটিয়ে জনগণের উপর দূর্ভোগ চাপিয়ে দিছে প্রতিনিয়ত। বাম গণতান্ত্রিক জোট বর্তমান সরকারের দুর্নীতি- দুঃশাসনের বিরুদ্ধে ও জ্বালানি তেল, ইউরিয়া সার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট ২০২২ অর্ধবেলা ভোর ৬টা থেকে ১২ টা জনস্বার্থে এই হরতালকে সফল করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।