15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / ২৩নং ওয়ার্ডে কেউ ক্ষুধার্থ থাকবে না- কাউন্সিলর দুলাল প্রধান

২৩নং ওয়ার্ডে কেউ ক্ষুধার্থ থাকবে না- কাউন্সিলর দুলাল প্রধান

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ বন্দরে করোনা ভাইরাসে এক নারীর প্রথম মৃত্যুর ঘটনায় সাংসদ সেলিম ওসমানের পক্ষে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের তত্বাবধানে ১’শ লকডাউন পরিবারকে ১০কেজি করে চাউল বিতরন করা হয়েছে। শুক্রবার ৩রা এপ্রিল থেকেই নবীগঞ্জের রসুল বাগ এলাকার লকডাউনে থাকা পরিবারদের মাঝে এ চাউল বিতরন করা হয়েছে।

এছাড়াও ধারাবাহিকভাবে সাংসদের নির্দেশে ওই পরিবারদের কাউন্সিলর দুলাল প্রধান সর্বক্ষণ খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে দুলাল প্রধান জানান, মাননীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমানের নিজস্ব উদ্যোগে নবীগঞ্জে রসুলবাগ এলাকার লকডাউনে থাকা ১’শ পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরন করেছি। প্রয়োজনে ওই পরিবারের মধ্যে দরিদ্রদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরন করারও প্রস্তুতি নিচ্ছি। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকার ২৩নং ওয়ার্ডে আমরা কাউকে না খাইয়ে থাকতে দিব না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা অনুদান দিব। এই লক ডাউনে থাকা পরিবারের জন্য আমার নিজস্ব উদ্যোগ ছাড়াও বিভিন্ন ভাবে সহায়তা করার চেষ্টা করছি। পাশাপাশি আমার ২৩নং ওয়ার্ডে সুবিধা বঞ্চিত মানুষের প্রতিটি ঘরে ঘরে অন্তত এক বেলা করে খাবার পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। মানুষ মানুষের জন্য নিবেদিত হওয়া দরকার। এই প্রানঘাতি মহামারীতে আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ক্ষমা করে এই বিপদ থেকে পরিত্রান দেন।

তিনি আরো বলেন,সাংসদ সেলিম ওসমান আসলেই গরীবের পরম বন্ধু। অসহায় মানুষের পাশে তিনি সব সময় নিবেদিত। করোনা পরিস্থিতিতে তিনি সাধ্যমত অসহায় হতদরিদ্রদের সহায়তা করে যাচ্ছেন। এমন মানবেতর এমপি সহজে চোখে পড়েনা। আমি সাংসদের দীর্ঘায়ু কামনা করি।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …