নিউজ ব্যাংক ২৪ ডট নেট : ২০ রোজার মধ্যে গার্মেন্টসসহ সব শিল্প প্রতিষ্ঠানের মালিকদের স্ব স্ব প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়াসহ মে মাসের বেতন, ঝুঁকি ভাতাসহ ঈদ বোনাস প্রদান, করোনা কালীন সময়ে বন্ধ থাকা গার্মেন্টস শ্রমিকদের ১০০% বেতন পরিশোধ এবং শ্রমিক ছাটাই বন্ধ ও করোনার অজুহাতে লে-অফ করার তীব্র প্রতিবাদ করেছেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি ও বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
বুধবার ১৩ই মে সকালে চাষাঢ়াস্থ শহীদ মিনারের অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন করোনায় সৃষ্ট সংকট মোকাবিলায় গার্মেন্টসসহ রফতানিমুখী খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার কর্তৃক প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের পরেও বহু গার্মেন্টস মালিক শ্রমিকদের মজুরি প্রদান না করেই ফেক্টরী লে-অফ ঘোষনা করে বন্ধ করে রেখেছে। ফলে ইতোমধ্যে বহু শ্রমিকের দুই তিন মাসের বেতন বকেয়া হয়েছে। অপরদিকে আসন্ন ঈদকে সামনে রেখে শ্রমিকদেরকে উৎসব বোনাস থেকে বঞ্ছিত করার জন্য ইতোমধ্যেই বহু গার্মেন্টেসে শ্রমিকদেরকে চাকুরী চ্যুতির হুমকি দিয়ে সংকিত করে তুলছে।
নেতৃবৃন্দ বলেন, ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর পর থেকেই পোশাকসহ দেশের সব শিল্প এলাকার কারখানাগুলোতেই কম-বেশি শ্রমিক ছাঁটাই চলছিল। এ ধারাবাহিকতায় শুধু গার্মেন্টসেই এখন র্পযন্ত সাড়ে আট হাজারেরও বেশি শ্রমকি ছাঁটাই করা হয়েছে।
সীমিত আকারে কারখানা চালুর কথা বলা হলেও ব্যাপকভাবে গার্মেন্টস কলকারখানা চালু এবং স্বাস্থ্য বিধি পুরোপুরি না মেনে কারখানা চালু করায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, পোশাক শ্রমিকরা করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করলেও সবসময় ছাঁটাই এবং কারখানা লে-অফ আতঙ্কে থাকছেন। তাই শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ দেখা দিচ্ছে।
তারা বলেন প্রাণঘাতি এই করোনা পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে ২০ রোজার মধ্যেই শ্রমিক ছাঁটাই বন্ধ, লে-অফ বাতিল এবং শ্রমিকদের বকেয়াসহ মে মাসের পূর্ণমজুরি ও ঝুঁকিভাতাসহ ঈদ বোনাসের ব্যবস্থা করে অবিলম্বে আসু সংকটের অবসান করতে হবে।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সুমন হাওলাদারের সভাপতিত্বে এ শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আবু হাসান টিপু, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাইফুল ইসলাম, শ্রমিকনেতা মোহাম্মদ আলী, মামুন সরকার, আবু সাইদ, দীন ইসলাম বাবু, আব্দুল্লাহ নোমান, স্বপ্না বেগম, সোহাগী আক্তার, সামিউল ইসলাম প্রমূখ।