7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

নিউজ ব্যাংক ২৪. নেট : সারাদেশে একযুগে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৭ আগষ্ট বিকালে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল ভিপির সৌজন্যে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এড. বাদল বলেন, দেশের চলমান উন্নয়ন রূখতে বিএনপি-জামাত অপশক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে।আমরা দেশের মানুষের উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই। জনগন জানে ১৭ আগষ্ট সারা দেশে কারা বোমা হামলা করেছিলো। কারা জঙ্গীবাদের সাথে সংপৃক্ত, কারা সাধারণ জনগনের মৃত্যুর জন্য বাসে পেট্রোল দিয়ে আগুন দেয়। তাদের আর মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। নৌকা মার্কায় আবারো জননেত্রী শেখ হাসিনার জন্য ভোট চাই।তাছাড়া আগষ্ট মাস শোকের মাস। এ মাসে বাংলাদেশের দৌসর সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যকে নির্মম ভাবে হত্যা করে। আমরা এই শোক কে শক্তিতে পরিনত করে দেশের মানুষের জন্য আরো উন্নয়ন করতে চাই। তাই বঙ্গবন্ধুসহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা সহ জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী নুর মোল্লা,বঙ্গবন্ধু সৈনিক লীগের মহানগর সভাপতি নুরুজ্জামান জিকু, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ শফিক মাহমুদ, ফতুল্লা থানা যুবলীগের সহ সভাপতি মোঃ বরকতউল্লাহ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মোঃ জসিমউদদীন, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব,সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মামুন পাঠান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুন...

না’গঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন 

নিউজ ব্যাংক ২৪. নেট : সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান শুরু ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের …