11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / ১২ তম দিনেও প্রজেক্ট এক টাকার খাবারের খাদ্য বিতরন

১২ তম দিনেও প্রজেক্ট এক টাকার খাবারের খাদ্য বিতরন

রাগিব হাসান ভু্ইয়া:  প্রথম প্রতিষ্ঠিত খাবারের দোকান খ্যাত, প্রজেক্ট এক টাকার খাবার, নারায়ণগঞ্জ প্রতি রমজানের ন্যায় এবারের রমজানেও তাদের কার্যক্রম শুরু করেছে। প্রথম রমজান থেকে টানা ৩০ দিন , প্রতিদিন ৮০-১৬০ জন দুস্থ-অসহায়-গরিব-ছিন্নমূল-শ্রমজীবী মানুষকে তারা খাবার দিয়ে যাচ্ছে। রমজানের ১১তম দিন শনিবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ শাখার স্বেচ্ছাসেবী টিমের টিম লিডার মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে নগরীর চাষাড়া রেলওয়ে স্টেশন, পাগলা রেলওয়ে বস্তি ও কাঁচপুরে প্রায় ১৬০ জন সুবিধাবঞ্চিত শিশু ও হতদরিদ্র লোকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উক্ত স্বেচ্ছাসেবী টিমের দায়িত্বশীল সদস্যদের মধ্যে মিশুক সাহা,অপু দাস, উদয় সাহা, তমাল সাহা, জয় সাহা, সিফাত আহমেদ, শিক্ত রায়, সৃজন সাহা, রাকিব মির্জা, রোমান রাকিব, শুভ, মুন্না, নাহিদ, শান্ত, ইমতিয়াজ, রিসান, রবিন, হাফসা, ফুয়াদ , বাদল, শ্রাবনী, প্লাবনী, ইভা,সিরাজুল ইসলাম, ইব্রাহিম প্রমুখ। এই মহৎ উদ্যোগের নারায়ণগঞ্জ জেলা শাখায় উপদেষ্টা ফাতেমা-তুজ-জোহরা জানান, প্রতি রমজানেই নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে এই স্বেচ্ছাসেবী টিমটি সুবিধাবঞ্চিত শিশু ও হতদ্ররিদ্র খেঁটে খাওয়াদের মাঝে নিয়মিত ইফতার বিতরণ করবে। এই কাজে সমাজের সর্বস্তরের লোকজনের সহযোগীতা ও পরামর্শ টিমটি আশা করছে।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …