নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩রা ফেব্রুয়ারী।
এবারের নির্বাচনে জেনারেল গ্রুপে ৯নং প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ নাজমুল হক হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সুনামধন্য পোশাক তৈরি কোম্পানি রাফিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
শনিবার ১৮ জানুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেইটস্থ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর বিল্ডিং কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিতে এসে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল হক গণমাধ্যমে জানান, স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে আমি আশাকরি হোসিয়ারী মালিকেরা তাদের মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব পালন করলে তিনি জয়ী হওয়ার আশা ব্যক্ত করেন।
এবারের নির্বাচনে জেনারেল গ্রুপ থেকে ২১ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ১৫ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।