20 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / হাইকোর্টের রুল জারি- শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না

হাইকোর্টের রুল জারি- শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না

নিউজ ব্যাংক ২৪. নেট :  শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেইসঙ্গে গণহারে ডান্ডাবেড়ি পরানো অবৈধ নয়, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। আগামী ১১ মার্চ রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি নাজমুল মৃধার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী জানান- শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দুর্ধর্ষ প্রকৃতির বন্দিদের আদালতে হাজিরা বা অন্যত্র আনা-নেয়ার ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানো যাবে। এর বাইরে কোনো বন্দি বা আসামিকে ডান্ডাবেড়ি পরানো যাবে না।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’র আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ত্রিপক্ষীয় ১৮ দফা চুক্তিনামা বাস্তবায়ন,  সকল কারখানায় ট্রেড ইউনিয়ন,  গার্মেন্টস …