19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) ওরশ উপলক্ষে নবীগঞ্জে নিশান উত্তোলন

হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) ওরশ উপলক্ষে নবীগঞ্জে নিশান উত্তোলন

নিউজ ব্যাংক ২৪. নেট : আতায়ে রাসূল সুলতানুল হিন্দ  গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী আজমীরি (রঃ) এর ১৭ ফেব্রুয়ারী পবিত্র ওরশ মোবারক উপলক্ষ্যে নাসিক ২৪ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ বাজার ওরশ কমিটির সভাপতি মো. ফায়সাল আহম্মেদের নির্দেশনায় সোমবার (২৩ জানুয়ারী) বাদ মাগরিব মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে নিশান উত্তোলন করেন ওরশ উদযাপন কমিটির সদস্যরা ।

নিশান উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ) এর বক্ত্য, আশেকানরা ও ওরশ উদযাপন কমিটির সদস্যবৃন্দ ।

এসময় ওরশ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, মো.মামুন, মো.রাজু. মো.চাঁন মিয়া, মো.জাহাঙ্গীর, মো.আসলাম, মো.বিল্লাল, মো.তোবারক হোসেন, মো.লিটন, মো.ওসমান, মো.জাকির হোসেন, মো.ইসমাঈলসহ আরোও অনেক বক্ত্য ও আশেকানরা । মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, ইসমাঈল চিশতী (রঃ) জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ ।

আরও পড়ুন...

না’গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে জগন্নাথ দেবের রথযত্রা উদযাপিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : সারা বিশ্বের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী …