27 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত

নিউজ ব্যাংক ২৪. নেট : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

তিনি জানান, গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৫০ জন।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …