নিউজ ব্যাংক ২৪. নেট : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং সিপিসি-৩, নোয়াখালীর যৌথ আভিযানিক দল কর্তৃক ২৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ মধ্য রাতে ডিএমপি, ঢাকার মোহাম্মদপুর থানাধীন আকনগলি এলাকা হতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল উদ্দিন (৫৫), পিতা- মৃত ছাদু মিয়া’কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামাল উদ্দিন (৫৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী তার অন্যান্য সহযোগীদের সহায়তায় গত ৬ ফেব্রুয়ারি ১৯৯৭ খ্রিঃ চৌমুহনী স্টেশন রোড থেকে মাইক্রোবাসযোগে চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল হকের ছেলে ভিকটিম ফজলুল হক’কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা মুক্তিযোদ্ধা সামছুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৪(২)৯৭। মামলা তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি অভিযোগপত্র দাখিল করেন। যাতে তারা প্রকাশ করেন যে, গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম ফজলুল হক’কে হত্যা করে তার মৃতদেহ গুম করেছে রেখেছে। গ্রেফতারকৃত আসামী মামলা দায়েরের পর হতে দীর্ঘ ২৬ বছর দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। বিজ্ঞ আদালত গত ২৫/০২/২০১৫ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী জামাল উদ্দিন (৫৫)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং সিপিসি-৩, নোয়াখালী এর যৌথ চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান সনাক্ত পূর্বক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।