নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু আধুনিক ডিজিটাল ওয়ার্ড গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষে ওয়ার্ডের প্রতিটি সড়কে আলোর ব্যবস্থার জন্য “এলইডি লাইট” স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।
সোমবার ২রা মার্চ বিকাল ৪ টায় নগরীর ১৭নং ওয়ার্ডস্থ পাইকপাড়া এলাকায় এই উদ্বোধন করা হয়।
এ সময় কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের যে উদ্যোগ, তার ফলশ্রুতি অংশ হচ্ছে এই ওয়ার্ডের বর্তমান সার্বিক উন্নয়ন। ১৭নং ওয়ার্ডের কোন সড়কে রাতের বেলা আর অন্ধকার থাকবে না। সেই জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত ডিজিটাল এলইডি লাইট এই ওয়ার্ডের প্রতিটি সড়কে ৮০ ফুট দূরে দূরে একসাথে স্থাপন করা হবে। আমি মনেকরি এই ১৭নং ওয়ার্ডের কোন রাস্তা-ঘাট, ড্রেন, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, সড়কে আলোর ব্যবস্থা, আবর্জনা ব্যবস্থাপনাসহ সার্বিক উন্নয়নে আমি বিগত সকলের চেয়ে ব্যতিক্রম উন্নয়ন করেছি। তাছাড়া এই ওয়ার্ডে স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, মাদ্রাসাসহ সকল ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সমাজের সকল শ্রেণীপেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে নির্মূলের জন্য আমি কাজ করছি। অচিরেই এই ১৭নং ওয়ার্ডের সকল অসমাপ্ত কাজ শেষ করে এই ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ডে আমি রূপান্তর করবো।