5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / স্কুল ছাত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামী বখাটে মাহিন র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

স্কুল ছাত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামী বখাটে মাহিন র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ০১ মার্চ ২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কানাইনগর এলাকায় স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার মামলা নং-০৯, তারিখ-০৩/০৩/২০২৩ ইং। এই ঘটনা স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই আত্মহত্যার প্ররোচনা মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১০ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেনদী এলাকা হতে এই আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামী মাহিন ওরফে মোহন (২৩), পিতা-পিয়াল আলী, সাং-লাল মিয়ার চর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোছাঃ লামিয়া (১৬)’কে আসামীরা প্রায়ই স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত সহ খারাপ অঙ্গ ভঙ্গি করতো। গত ১ মার্চ ২০২৩ তারিখে স্কুল থেকে ফেরার পথে আসামীরা ভিকটিমের গায়ের ওড়না ধরে টান দেয় এবং মোবাইলে বিভিন্ন ছবি ও ভিডিও ধারন করে। পরবর্তীতে আসামীরা নিহত ভিকটিমের মাকে হুমকি দেয় তার মেয়ের সাথে গ্রেফতারকৃত আসামীর বিয়ে না দিলে মোবাইলে ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে। ভিকটিম অপমান অপদস্থ সহ্য করতে না পেরে অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দ্বারা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …