নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁ উপজেলার স্থায়ী বাসিন্দারা চৈতি নীট কম্পোজিট লিঃ সহ সকল শিল্প কারখানার দূষিত বর্জ্য থেকে প্রাচীন বাংলার রাজধানীকে দূষণমুক্ত করার জন্য এবং সরকারি ভূমি, নদী ও খাল দখল মুক্ত করার দাবিতে মানব বন্ধন ও স্মারক লিপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর প্রদান করেন।
মানব বন্ধন ও স্মারক লিপিতে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং হাজী মোঃ শাকিল রানাসহ সোনারগাঁ’র শত শত গ্রামবাসী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত প্রাচীন বাংলার রাজধানী সােনারগাঁয়ে গড়ে ওঠা শিল্প কারখানার দূষিত বর্জ্যের কারনে পরিবেশ দূর্ষন সহ উক্ত শিল্প কারখানার মালিকরা সরকারী খাল-বিল, নদী ও ভূমি দখল করিতেছে। সােনারগাঁয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিক্ষোভ, মানব বন্ধন, প্রতিবাদ সভা সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযােগ করেও তেমন কোন প্রতিকার পাচ্ছি না।
রহস্য জনক কারনে বিগত ১২ বৎসর যাবত পরিবেশ দূর্ষন রােধ, সরকারী খাল-বিল, নদী ও ভূমি সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করার ব্যাপারে প্রশাসনের তেমন কোন ভূমিকা নেই । প্রাচীন বাংলার রাজধানী সােনারগাঁয়ে পানাম সিটির পার্শ্বে বর্তমানে চৈতি নীট কম্পোজিট
লিমিটেড (চৈতি গ্রুপ) পরিবেশ দূর্ষনকারী এবং সরকারী খাল-বিল ও ভূমি দখল করেছে। চৈতি নীট কম্পোজিট লিমিটেড (চৈতি গ্রুপ) অত্যান্ত প্রভাবশালী, স্থানীয় সন্ত্রাসী ও দৃষ্কৃতিকারীদের সাথে নিয়ে তাদের কারখানার ডায়িং এর দৃষিত পানি ও বর্জ্যে মেঘনা নদীর শাখা নদী মারীখালী নদী এবং পঙ্গীরাজ খালে ফেলিতেছে। যার ফলে প্রাচীন বাংলার রাজধানীর পরিবেশ হুমকীর মুখে। সােনারগাঁয়ের সকল শিল্প কারখানা পরিবেশ দূর্ষন সহ সরকারী খাল-বিল, নদী ও ভূমি দখলের বিষয়ে কথা বললে সামাজিক সংগঠন ও ভূক্তভােগীদের ভয় ভীতি, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।
অতএব, সরকার সহ সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের দাবী সােনারগাঁয়ে সকল শিল্প কারখানার হাত থেকে পরিবেশ দূর্ষন মুক্ত সহ সরকারী খাল-বিল, নদী ও ভূমি উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহন করবেন।