3 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সোনারগাঁয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন নিউটাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের এনায়েত বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮), সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা বুরুলিয়া গ্রামের মোহাম্মদ লতিফের ছেলে মোঃ নাজমুল ওরফে সুজন (১৯)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন নিউটাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট থেকে দশ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …