19 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / সৈয়দপুর পৌরসভা মেয়রে অনাস্থা ১৪ কাউন্সিলরের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

সৈয়দপুর পৌরসভা মেয়রে অনাস্থা ১৪ কাউন্সিলরের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে অনাস্থা প্রকাশ করেছেন প্যানেল মেয়রসহ ১৪ কাউন্সিলর। নৈতিক স্খলন, অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে মেয়রকে অপসারণে দাাবি জানান তারা। শনিবার (৩০ মার্চ) শহরের ওয়াবদা মোড়ে দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে পৌরবাসীর সহযোগিতা চান কাউন্সিলররা।

এর আগে, ২০ মার্চ রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরেও একই আবেদন করেছেন কাউন্সিলররা। এছাড়া গত ২৩ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনের জানানো হয়।

শনিবার শহরের ওয়াপদা মোড় এলাকায় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহীন হোসেনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শাহীন হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবুসহ অন্যরা।

বক্তারা বলেন, মেয়র রাফিকা জাহান ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ায় পর থেকেই আপত্তিকরভাবে চালাচলন করেন। ২০২৩ সালে তার আপত্তিকর ভিডিও যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবার চলতি বছরেও একাধিক ‘আপত্তিকর’ (অশ্লীল) ভিডিও ভাইরাল হয় তার।

এছাড়াপৌরসভার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ২৫ ভাগ উন্নয়ন করেন নাই তিনি। নামে-বেনামে তিনি প্রতি মাসে ১৫ জনের বেতন উত্তোলন করে আত্মসাৎ করছেন। মেয়রের ওইসব কর্মকাণ্ডে তার পরিবারের সদস্যরা সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করেন ও স্থানীয় থানায় একটি অভিযোগ করেন।

  • নৈতিক স্খলন, অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ
  • মেয়রেরর একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
  • অনৈতিক সুবিধা না পাওয়া ছবি এডিট করে ভিডিও তৈরি দাবি মেয়রের

এদিকে ২০২৩ সালে মেয়র রাফিকা আকতার জাহান বেবির একটি ‘আপত্তিকর’ ভিডিও প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একাধিক ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল হয়েছে। এ সম্পর্কে জানতে চাইলে চাইলে মেয়ের রাফিকা জাহান বেবি বলেন, পৌরসভার ১৪ কাউন্সিল অবৈধ সুবিধা ভোগ করতে পারে নাই বলেই আমার ছবি এডিট করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছি।

শনিবার সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম; ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুবিনা সাকিল, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইয়াসমিন পারভীন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলতানা।

আরও পড়ুন...

হাজীগঞ্জে শিশু বলাৎকার মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিউজ ব্যাংক ২৪. নেট : চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইসমাঈল হোসাইন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের …