বাংলাদেশের ৬০ টির অধিক সংগঠন নিয়ে ফেইসবুকে সামাজিক সংগঠন সেবা সমন্বয় এক সাথে আমরা দেশ টাকে সামলাই। তারা দেশের যেসকল সংগঠন গুলো কোভিড ১৯ মহামারি নোবেল করোনা ভাইরাস নিয়ে কাজ করছে তাদের সাথে সমন্বয় ও তথ্য সেবা দিচ্ছে। এবং তারা অন্য সংগঠন গুলোকে সাথে নিয়ে লাইভ শো করছে।
এতে এক সংগঠনের সাথে অন্য সংগঠনের সম্পর্ক এবং সবার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার একটি প্লাটফর্ম।
“একসাথে আমরাই, দেশটাকে সামলাই” (পর্ব – ০৬)প্রতিনিয়ত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে অসংখ্য সংগঠন। আর এসকল সংগঠনের মাঝে সমন্বয় সাধনের চেষ্টা করে যাচ্ছে “সেবা-সমন্বয়”। এসকল সংগঠনের নিজ নিজ অভিজ্ঞতা এবং ভবিষ্যত পরিকল্পনা সরাসরি সকলের কাছে তুলে ধরার জন্যই প্রতিদিন আমাদের এই আয়োজন।
সেবা সমন্বয়ের আল জুনায়েদ এর সঞ্চালনায় উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভুইয়া, আহবান ফাউন্ডেশনের সভাপতি মুক্তাদির রুহান, এবং উইনটআর সংগঠনের সহ সাধারন সম্পাদক রায়হান ঋভূ।
তারা সকলে তাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।