21 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জন দূর্ভোগ / সেতুর পিলার দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ- দূর্ভোগে জনজীবন

সেতুর পিলার দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ- দূর্ভোগে জনজীবন

নিউজ ব্যাংক ২৪. নেট : মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটের বেইলি সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে গেছে। ফলে সেতু দিয়ে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয় পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে সেতুর পিলার দেবে যাওয়ার ঘটনায় প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে সেতুর পাশ থেকে নদীর বালু উত্তোলন করাকে দায়ী করছেন স্থানীয়রা। সেতু দিয়ে যান চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন কমলগঞ্জের নয়টি ইউনিয়নের বাসিন্দা।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘সেতুটি অনেক পুরাতন। এর আগে হঠাৎ করে মাটি ধ্বসে যাওয়ার কারণে সেতুর এপ্রোচ মেরামত করা হয়। মঙ্গলবার হঠাৎ সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে যায়। একাধিক বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ জানাচ্ছি। এখানে নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুন...

না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য পোশাক তৈরি কোম্পানি ‘রাসেল গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ …