15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সিলেটে ধর্ষণ ও দেশব্যাপী নারী সংহিসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচারসহ আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে ই.শা. আন্দোলন নাঃগঞ্জ মহানগরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিলেটে ধর্ষণ ও দেশব্যাপী নারী সংহিসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচারসহ আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে ই.শা. আন্দোলন নাঃগঞ্জ মহানগরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সংহিসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১লা অক্টোবর বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে মানব বন্ধন, প্রতিবাদ সভা ও নগরীতে বিক্ষোভ মিছিল করে মহানগর  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর নগর সভাপতি এম. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক মুফতি মুস্তাাকিম বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মুহাম্মাদ নূর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুস্তাাকিম বিল্লাহ এ সময় বলেন, বর্তমান স্বাধীন এই বাংলাদেশে ইভটিজিং, ধর্ষণ, শ্লীলতাহানী, গুম, খুন এগুলো নিত্য দিনের ঘটনা। এগুলো এখন মহামারী আকার ধারণ করেছে। সরকারি বাহিনীর বলয়ে তৈরী মদদপুষ্ট একদল দুশ্চরিত্রবান, কুলাঙ্গাররা এদেশের মা ও মাটিকে করেছে কলংকিত। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দীর্ঘদিনের বিচার হীনতার সংস্কৃতির পাশাপাশি ভঙ্গুর বিচার বিভাগ ও দুর্নীতিগ্রস্থ প্রশাসনের দায়িত্বহীনতার কারণে দেশব্যাপী যেন আজ ধর্ষণের মহা উৎসব চলছে। এতে করে এটাই প্রমাণিত হয় যে এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা নারীর ইজ্জত ও সবার জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই এর থেকে মুক্তির জন্য খেলাফত আলা মিনহাজিহীন নবুওয়্যাহ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। আর তবেই সবার জান মাল ও ইজ্জত আবরুর নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার আজ নারী নিরাপত্তা দানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হযরত শাহ জালালের পুন্য ভূমি সিলেটের এমসি কলেজ চত্ত্বরে নরপশু ছাত্রলীগের ধর্ষকরা দলবদ্ধ হয়ে স্বামীকে আটকে রেখে এক বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এ বর্বরচিত ও নারকীয় তান্ডব আজ গোটা বাংলাদেশে এমন দৃশ্য রুটিন ওয়ার্কে পরিনত হয়েছে। আজ সর্বত্র ধর্ষক, লুটেরা ও হায়েনাদের অবাধ বিচরণ চলছে। ফ্যাসিবাদকে প্রলম্বিত করতেই রাষ্ট্রযন্ত্র ঢাল স্বরূপ এমন গুন্ডাতন্ত্র উৎপাদন করছে। এর দায়ভার সম্পূর্ণভাবে এই ফ্যাসিবাদী সরকারের অনতিবিলম্বে ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী জননেতা মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমূদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি যুবনেতা গিয়াসুদ্দীন মুহাম্মাদ খালিদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা আবদুল্লাহ আল ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ মুহাম্মাদ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আহমাদ কবির, সাংগঠনিক সম্পাদক এইচ.এম. মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইন, অর্থ সম্পাদক মুহাম্মাদ শরীফ হোসাইন, দফতর সম্পাদক এইচ.এম শাহীন আদনান, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে জাকির খানের জন্মদিন পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী …