নিউজ ব্যাংক ২৪. নেট : সিরাজগঞ্জের শহরে ৫ টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে। শহরের দাম একটু বেশি হলেও গ্রামের হাট-বাজারে ৫ টাকা কোনো হাট সন্ধ্যার সময় ২ কেজি ৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। জেলা শহরের আড়তে ১০ টাকা কেজি বেগুন বিক্রি হয়। সাধারণ বিক্রেতারা ১৫ টাকা দরে বেগুন বিক্রি করছে। বেগুন উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে ক্ষতির কবলে পড়েছে কৃষকেরা।
জানা গেছে, ওই এলাকার হাটে লেবু ৪০ থেকে ৫০ টাকা হালি থেকে দাম কমে ২৫-৩০ টাকা, গাজর ১৫-২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। নতুন পিয়াজ ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া হাটে বাজার করতে আসা আব্দুল হামিদ জানান, শুক্রবার হাটে প্রথমে বেগুন ১০ টাকা থেকে ৫ টাকা কেজিতে বিক্রি হলেও সন্ধ্যায় অবিক্রিত বেগুন ব্যবসায়িদের ৫ টাকায় ২ কেজি বেগুন বিক্রি করতে দেখা যায়। এই দামে বিক্রি না করতে পারায় অনেকেই অবিক্রিত বেগুন বাড়িতে ফেরত নিয়ে যায় বিক্রেতারা। এদিকে বনবাড়িয়া হাটে বেগুন বিক্রেতা শহিদুল ইসলাম জানান, হাটে ৪ মন বেগুন নিয়ে এসেছিলাম প্রথম ১০ টাকা কেজিতে বিক্রি করলেও ক্রেতা না থাকায় ৫ টাকা কেজিতে বিক্রি করেছি। বেগুনের উৎপাদনও বেশি এবার। সন্ধ্যায় ৫ টাকায় ২ কেজি বিক্রি করেও শেষ করতে না পারায় বিক্রি না হওয়া বেগুন বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। বেগুনের দাম কমায় চাষিরা অসন্তষ্ট হলেও ক্রেতারা খুশি।
এ ছাড়া সিরাজগঞ্জের শমেসপুর, শিয়ালকোল, কামারখন্দ, বলরামপুর, পিপুলবাড়িয়া, বাঘবাটি, বহুলি সহ বিভিন্ন হাটে বেগুন সহ অন্যান্য সবজির দাম অনেকটাই কমেছে।