নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট-বড় ২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বুধবার ২৬ জুলাই সকাল হতে দুপুর পর্যন্ত সদর উপজেলার কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে ১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও চারটি ড্রেজারের পাইপসহ ২৭টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় অবৈধভাবে বিআইডব্লিউটিএর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।