10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / সিদ্ধিরগঞ্জে ২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ

সিদ্ধিরগঞ্জে ২৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট-বড় ২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুধবার ২৬ জুলাই সকাল হতে দুপুর পর্যন্ত সদর উপজেলার কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, অভিযানে ১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও চারটি ড্রেজারের পাইপসহ ২৭টি স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এসময় অবৈধভাবে বিআইডব্লিউটিএর জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন...

অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় না’গঞ্জে ৪২ হাজার টাকা জরিমানা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার …