8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা তুলে নিতে হামলা, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা তুলে নিতে হামলা, থানায় অভিযোগ

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।

গত বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার ভুক্তভোগী নারী মোসা. জাহানারা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার মৃত কমুর উদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন (৫৪) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী ওই নারী। ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে বুধবার সকালে তার বাড়িতে সশরীরে গিয়ে লোহার রড দিয়ে ভুক্তভোগী ওই নারী এবং তার ছেলে হাসান মাহমুদকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

আহত মোসা. জাহানারা বেগম বলেন, ২০২০ সালে তার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তারই আপন ভাশুর আলী হোসেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। প্রায় দুইবছর জেলে থাকার পর সেপ্টেম্বর মাসে জামিনে বের হয়েই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। আসামির কথা অনুযায়ী মামলা না তোলায় বুধবার তার পরিবারের উপর হামলা চালানো হয়। মামলা না তুললে তার ছেলেকেও প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই আসামি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মশিউর রহমান পিপিএম বার জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …