9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১৮৭০ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) নারায়ণগঞ্জ জেলা সংসদ এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪ টায় শিমরাইল সড়ক ও জনপদ অফিসের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, আমরা যারা সড়ক বিভাগে কর্মরত রয়েছি, আমাদের সকলের প্রধান দায়িত্ব হচ্ছে রাস্তাঘাট যাতে ভালো থাকে সেটার দিকে লক্ষ্য রাখা। আমরা বর্তমানে ভালো আছি, সড়ক ভালো আছে বলেই। অনেক সময় সড়ক মেরামতের কাজ করাকালীন আমাদের অনেক শ্রমিকের দুর্ঘটনা ঘটে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই নিজের খেয়াল রেখে কাজ করতে হবে।

তিনি আরো বলেন আমি আগে সবসময়ই চেষ্টা করি শ্রমিকদের জন্য। আমাদের এখানকার যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের যৌক্তিক যে কাজগুলো সেগুলো যাতে কখনো পেন্ডিং না থাকে। আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখনই ভেবেছিলাম একটা আয়োজন করবো। তবে নানান কারণবসত তা করা হয়নি। আসলে আমাদের চাকরিটাতে সর্বক্ষণ ব্যস্ততায় থাকা লাগে। অন্যান্য কাজের চাপে হয়তো আমি সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনা। আমাদের এখানকার পরিবেশটা সবচেয়ে খারাপ। সারা বাংলাদেশ সড়ক বিভাগের যতগুলো অফিস রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো স্থান নারায়ণগঞ্জেরটা। কিন্তু আমাদের পরিবেশটা সবচেয়ে খারাপই বলা যায়।কারণ আমাদের লোকেশনটা একটা বাস স্ট্যান্ডের অনেক কাছাকাছি। তাই সবসময় সেখানে বাস পার্কিং করে সড়ক দখল করে রাখা হয়। যার ফলে এখানে গাড়ি পারাপার করতে ঝামেলার সৃষ্টি হয়।

জনস্বার্থে পাবলিক টয়লেটের বিষয়য়ে তিনি বলেন, সড়ক বিভাগ আগে টয়লেট তৈরি করতেন না। তবে এখন আমরা দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থা করতেছি। সাইনবোর্ডে এলাকায় অলরেডি আমরা একটি টয়লেট নির্মাণ করেছি। মূলত সড়ক ও জনপদ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১৮৭০ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) নারায়ণগঞ্জ জেলার সংসদ সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জামায়াতে উল্লাহর সঞ্চচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নারায়ণগঞ্জ উপ- বিভাগীয় প্রকৌশলী (সওজ) মো: সাখাওয়াত হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবুল হোসেন, উপ- বিভাগীয় প্রকৌশলী মো: সামিউল কাদের খান ও বাংলাদেশ
সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি- ১৮৭০ (জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত) কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমূখ।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …