11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : সিদ্ধিরগঞ্জে আল ফাহাদ নামের এক স্কুল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) দুপুরে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে আহত ফাহাদের সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। আহত আল ফাহাদ মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অভিযুক্তরা হলেন মোস্তফা কামাল (৪৮), মেহেরাজ মাহি (১৮) ও শাহেদ (১৮)।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হামলাকারীরা অনেকে এখনো ধরাছোঁয়ার বাহিরে। পুলিশ এখনো এই মামলার সকল আসামিদের গ্রেফতার করতে পারেনি। ফাহাদের উপর হামলাকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে ফাহাদের বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার সঙ্গে অভিযুক্ত মোস্তফা কামালের একটি বিষয় নিয়ে কিছুদিন পূর্বে কথা কাটাকাটি হয়। ওই পূর্ব শত্রুতার জের ধরে গত ১ নভেম্বর সিদ্ধিরগঞ্জের ধনু হাজী এলাকায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আমার  ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন অভিযুক্ত কামাল, মেহেরাজ মাহি ও শাহেদ। এসময় আঘাতের ফলে আমার ছেলের একটি চোখ নষ্ট হয়ে যায়। বর্তমানে আমার ছেলে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এই হামলার বিচার চাই এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা হয়েছে। আমরা এরইমধ্যে এক আসামিকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …