নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বাড়ি নির্মানের কাজ নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ হাবিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তারই আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মৃত: মুল্লুক চানের ছেলে মোহাম্মদ কালা চান (৬৫) ও দেলোয়ার মিয়ার ছেলে আজিজ (২০) কে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার ২৯ আগস্ট বেলা সাড়ে ১২ টার সময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীর সাথে তারই আপন বড় ভাই অভিযুক্ত মোহাম্মদ কালা চানের সাথে বিরোধ চলছিল। এরই জেড় ধরে মঙ্গলবার দুপুরে ময়লা ফেলা কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীকে অকথ্য ভাসায় গালিগালাজ করে। ভুক্তভোগী অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে এলোপাথারী ভাবে মারধর করে। পরবর্তীতে অভিযুক্তরা ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে ধারালো কোদাল দিয়ে মাথার ডান পাশে আঘাত করলে ভুক্তভোগী গুরুতর রক্তাক্ত জখম হয়। ঘটনা দেখে ভুক্তভোগীর মেয়ে এগিয়ে আসলে ২নং অভিযুক্ত আজিজ ভুক্তভোগীর মেয়েকে হত্যার উদ্দেশ্য গলায় চেপে ধরে এবং তার গলায় থাকা চার আনি পরিমান ওজনের স্বর্নের চেন ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।