9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় তিতাস ও র‌্যাব-১১’র যৌথ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় তিতাস ও র‌্যাব-১১’র যৌথ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ নিয়ে কয়েল উৎপাদন করায় দুটি কয়েল কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। গত বুধবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিতাস ও র‌্যাব-১১’র যৌথ অভিযানে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডস্থ মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোড এলাকায় অবস্থিত প্রিন্স এবং আসাদুজ্জামান,হারুনের মালিকানাধীন ৩টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ রফিকুল ইসলাম, উপ ব্যবস্থাপক মোঃ শাহিনুজ্জামান, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন প্রমূখ।

তিতাস কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এটি আমাদের নিয়মিত অভিযান। উক্ত অভিযানে প্রিন্স এবং আসাদুজ্জামান ও হারুনের মালিকানাধীন কয়ের তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ১২টি বার্নার সহ ১২০ ফুট হোস পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …