23 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একই পরিবারের ৮ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্ত সবাই নাসিক ৩নং ওয়ার্ডস্থ মোল্লা বাড়ীর বাসিন্দা। এর আগে গত ৬’মে ওই পরিবারের এক পুরুষ মত্যুবরণ করেন। মৃত্যুর একদিন পর তার করোনা প্রতিবেদন পজেটিভ রিপোর্ট।

পুলিশ ও আক্রান্তদের পরিবারের তথ্যমতে, ওই পরিবারের এক সদস্য গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যাক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সবাই করোনা পরীক্ষা করায়।

বুধবার ১৩ই মে প্রতিবেদনে পরিবারের ৮ সদস্যে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুই শিশু রয়েছে। বাকি ৬ জনের বয়স ২৭-৩৮ বছরের মধ্যে। তারা সবাই কয়েকদিন যাবত বাড়িতে রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আক্রান্তদের সবাই সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে না করেছি এবং বাইরে থেকেও বাড়িতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছি।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …