7 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / সিদ্ধিরগঞ্জে আবারও অস্ত্রের মুখে প্রহরীর হাত-পাঁ বেঁধে নাসিকের রড ডাকাতি

সিদ্ধিরগঞ্জে আবারও অস্ত্রের মুখে প্রহরীর হাত-পাঁ বেঁধে নাসিকের রড ডাকাতি

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের পর এবার ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায়ও গভীর রাতে নাসিকের নির্মাণাধীন ড্রেণের রড ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় অস্ত্রের ভয় দেখিয়ে ড্রেণ নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈশ-প্রহরীর হাত-পাঁ-মুখ বেঁধে ৫ টন রড ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


ঠিকাদারী প্রতিষ্ঠান আহসান-রিপা কন্সট্রাকশনের মালিক মোঃ রফিকুল ইসলাম জানান, রাতে নিয়োজিত প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পাঁ-মুখ বেঁধে প্রায় আড়াই লক্ষ টাকার রড ট্রাকে করে তুলে নিয়ে গেছে ডাকাতেরা। ট্রাকটির সাথে একটি হায়েস গাড়ীও ছিল। যা ঐ এলাকার রাস্তার পাশের একটি বাড়ির সিসি ক্যামেড়ার ফুটেজে দেখা গেছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, প্রায় দুই মাস আগেও ২নং ওয়ার্ডস্থ বুকস গার্ডেন এলাকা থেকে নাসিকের নির্মাণ কাজের প্রায় ৫১ বান্ডেল রড চুরি হয়েছিল। এসব ঘটনায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু হানিফ জানান, নাসিকের রড ডাকাতির ঘটনায় ঠিকাদার থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ অক্টোবর দিবাগত রাতে একইভাবে নাসিক ১নং ওয়ার্ডস্থ বাতানপাড়া এলাকায় নির্মাণাধীন ড্রেণের ৩ টন (৪১ বান্ডেল) রড ডাকাতির ঘটে। ৭/৮ জন ব্যক্তি প্রহরীর হাত-পাঁ বেঁধে ট্রাকে করে রড তুলে নিয়ে যায় উল্লেখ করে পরদিন সকালে নির্মাণাধীন ঠিকাদার মামুন ট্রেডার্সের কর্মকর্তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …