29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / সিদ্ধিরগঞ্জে অবৈধ হাসপাতাল কে সিলগালা ও জরিমানা

সিদ্ধিরগঞ্জে অবৈধ হাসপাতাল কে সিলগালা ও জরিমানা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা অনিয়মের অভিযোগে মা সুফিয়া জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতালকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত রবিবার ২৯মে দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অপর দিকে জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মশিউর রহমান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল রজ্জব আলী সুপার মার্কেটস্থ নিবন্ধনহীন পদ্মা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। একই সময় মিরাকেল নামের একটি থেরাপী সেন্টার ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে মোঃ সেলিমুজ্জামান বলেন, হাসপাতালটিতে অপারেশন করার জন্য ব্যবহত সার্জিক্যাল ব্লেডটি মেয়াদউর্ত্তীন ছিল। এছাড়া অপারেশন রুমটি অপরিষ্কার ছিল। সব হাসপাতালে সেবার মূল্য তালিকা থাকার নির্দেশ থাকলেও তাদের হাসপাতালে এটির দেখা মেলেনি। এছাড়াহাসপাতালটিতে যে ছয়জন নার্স রয়েছেন তার মধ্যে তিন জনের নিবন্ধন আছে আর বাকী তিনজনের নিবন্ধন নেই।
মোঃ সেলিমুজ্জামান আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে হাসপাতালটি পরিচালনা করে আসছে তা সম্পূর্ণ অনৈতিক এবং প্রতারণামূলক। সেজন্য আমরা তাদেরকে সতর্ক করেছি তারপরও যদি তারা এ সকল প্রতারণার
কাজে জড়িত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মশিউর রহমান বলেন, কাগজপত্র না থাকায় পদ্মা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। একই ভবনে মিরাকেল থেরাপী সেন্টার ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সারাদেশে নিবন্ধনহীন হাসপাতালে অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন...

মেট্রোরেলে কী নিতে পারবেন, কী পারবেন না?

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানীবাসীর চলাচলের অন্যতম প্রধান গণপরিবহন মেট্রোরেল। দ্রুত ও আরামদায়ক যাতায়াতে …