7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সিদ্ধিরগঞ্জের ৩ প্রতারকের খপ্পরে পড়ে ৩লাখ টাকা খোয়ালো গোপলগঞ্জের দলিল লিখক ইমরান

সিদ্ধিরগঞ্জের ৩ প্রতারকের খপ্পরে পড়ে ৩লাখ টাকা খোয়ালো গোপলগঞ্জের দলিল লিখক ইমরান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে প্রতারক চক্রের অভিনব ফাঁদে পা দিয়ে ৩ লাখ টাকা গচ্চা দিয়েছেন ইমরান হোসেন নামে সুদূর গোপালগঞ্জের এক নিরীহ দলিল লিখক।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আওতায় সোনা মিয়া মার্কেট সংলগ্ন আলাউদ্দিন পাটোয়ারিয়ার বাড়ীতে। এ ঘটনায় সুবিচার পেতে ভুক্তভোগী ইমরান হোসেন বাদী সম্প্রতি নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের ইমরান হোসেন একজন দলিল লেখক। মামলার আজ্ঞাত আসামীরা প্রতারকচক্রের সদস্য। প্রতারক চক্রের ১নং বিবাদী তার ছদ্দ নাম ব্যবহার করে ০১৯৭৩০৩৫৪৪ ও ০১৯৬১৯৬৮৮২০ নাম্বার দিয়ে মামলার বাদী ইমরান হোসাইন এর ০১৭৩২৫২২১২৯ এই নাম্বারে ফোন দেয় এবং বলে বড় অংকের টাকার একটি দলিল আছে আপনি ঢাকা আসেন। সরল বিশ্বাসে মামলার বাদী ঢাকা যায় এবং ছদ্দ নামী মোশারেফ এর সাথে দেখা করে। মোশারেফ তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায় গত ১২মে। মামলার বাদী ইমরান হোসাইনকে নানা ভাবে আপ্যায়ন করে এবং অনেক টাকার দলিল হবে এমন প্রতারনা করিয়া প্রতারক চক্র নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়। এর পর ইমরান হোসাইনকে পূনরায় ১৪ মে যাইতে বলে এবং ইমরান হোসাইন পৌছাইলে কৌশলে ফের নগদ ২ লাখ টাকা নিয়ে নেয়। মোট প্রতারক চক্র ৩ লাখ টাকা হাতিয়ে নেয় এর পরে ইমরান হোসাইনকে বাড়িতে পাঠিয়ে দেয়। প্রতারক চক্র বলে আমরা আগামীকাল মুকসুদপুর আসতেছি দলিল করার জন্য কিন্তু প্রতারক চক্র না আসিয়া তাহাদের মোবাইল ফোন বন্ধ করিয়া রাখে এর পর ইমরান হোসাইন বুঝতে পারে আসলে দলিল করবেনা। এরা প্রতারক চক্র।

এই ঘটনায় ইমরান হোসাইন বাদী হয়ে অজ্ঞাত নাম দিয়ে ও মোবাইল নম্বর দিয়ে গত ১৯ মে ২০২৩ ইং তারিখ সিদ্দিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন যাহার নম্বর ৪৩। মামলার পর অভিযান চালিয়ে তদন্ত কারী কর্মকর্তা এস,আই মশিউর রহমান (নয়ন) দুই জনকে গ্রেফতার করেন। এর মধ্যে একজন ছদ্দ নামীয় মোশারেফ তাহার আসল নাম জয়নাল এবং রবিউল ইসলামকে
গ্রেফতার করেন। গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করে জয়নাল ও রবিউলকে আদালতে সোপর্দ করে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তারসাথে যোগাযোগ করলে তিনি জানান, এরা প্রতারক চক্রের সদস্য এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এদের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। তবে তদন্ত করলে চক্রের মূল হোতা পাওয়া
যাবে।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …