নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ৬ অক্টোবর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সাদেক আলী ফকির জামে মসজিদ সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদেক আলী ফকির জামে মসজিদের সভাপতি আলহাজ¦ নেকবর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রাফিল প্রধান।
এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বানিয়পাড়া দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ আবু বকর সিদ্দিক আল-কাশেমী।
প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন, ছমির উদ্দিন আহম্মেদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব হযরত মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, বিশেষ আলোচক হিসেবে ওয়াজ করেন, সাদেক আলী ফকির জামে মসজিদের খতিব হযরত মাওলানা জসিম উদ্দিন চাঁদপরী।
আরো ওয়াজ করেন মুফতি সোলাইমান বিন কাসেম, মুফতি শাহ্ মনিরুল ইসলাম চাঁদপুরী, মুফতি মাহবুবুর রহমান সালেহী ও মুফতি জাকির হোসেন মুজাহেদী প্রমূখ।
মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান আল-ক্বদেরী। ওয়াজ ও দোয়া মাহফিলটি আয়োজন করেন জালকুড়ি ঝুটপট্টি এলাকাবাসী।