7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / সারাদেশের ন্যায় সিদ্ধিরগঞ্জে ১৫২ টি স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন

সারাদেশের ন্যায় সিদ্ধিরগঞ্জে ১৫২ টি স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন

নিউজ ব্যাংক ২৪. নেট : দীর্ঘ বছর পর আবারও শুরু হল প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ১৫২টি স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। প্রাথমিক
অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক বৃহস্পতিবার সকাল ১০টায় ৯৫নং আদমজীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ এলাকায় অবশিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায়। বৃত্তি পরীক্ষায় প্রায় ১হাজার একশত বার জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছেন।

এ প্রসংগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খাদিজা বেগম জানান, অত্র এলাকায় ১৫২ টি কিন্ডারগার্টেন ও স্কুল আছে প্রায় ১১শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করায়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় সম্পূর্ণ শংকাহীন ভাবে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পেরেছি। শিক্ষার্থীরা নিবিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে খুশি। এছাড়া দীর্ঘদিন পর আবারও বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার
পর অভিভাবকরাও খুশি।

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খাঁন রিপন জনান, পরীক্ষা শুরুর পূর্ব থেকে আমি নিজেই আইনশৃঙখলা বাহিনীর সহায়তায় কেন্দ্রের আশপাশে গাড়ির চাপ ও সাধারণ মানুষ যাহাতে অযথায় ভীড় করে কেন্দ্রের পরিবেশ নষ্ঠ না করে সে জন্য আমরা কয়েকটি টিম কাজ করেছি। এতে শান্তিপূর্ণ ভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পেরেছে। এছাড়া কেন্দ্রের ভিতরেও কোন প্রকার সংশ্লিষ্ঠ ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। শিক্ষার্থীরা পরীক্ষার শেষে সারিবদ্ধভাবে বের হয়ে নিজ নিজ
অভিভাবকের সাথে তাদের গন্তব্যে পৌছাতে সহায়তা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিপি আক্তার জানান, পরীক্ষা শুরুর পর থেকে আমি বিদ্যালয়ে অবস্থান নিয়েছি। যাহাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না হয়। সে জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা ও স্বেচ্ছাসেবীদের কে নিয়ে আমরা কাজ করছি। এতে কেন্দ্রের স্বাভাবিক পরিস্থিতি থাকায় সবাই আমাদের প্রতি সন্তুষ্ঠ রয়েছে।

আরও পড়ুন...

এসএসসিতে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, …