নিউজ ব্যাংক ২৪ ডট নেট : (বরগুনা প্রতিনিধি): বরগুনা জেলার আমতলী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সামাজিক বনায়নে উপকারভোগেীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ই মে সকাল ১১ ঘটিকায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এর অফিস কক্ষে এই চেক বিতরণ করা হয়।
উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসএফপিসি, আমতলী উপজেলা বনবিভাগ, পটুয়াখালী এ চেক বিতরণ কার্যক্রম এর আয়োজন করে।
সূত্রমতে, ১৯৯৯-২০০০ সালে সৃজিত ৪৩/১/নং পোল্ডারের রাজার মিয়ার বাড়ির সীমানা হইতে হাসেম খানের জমির সীমা পর্যন্ত ১ কিলোমিটার (লট নং- ১১, ১২, ১৩/আম খসড়া ২০১৪-১৫) রাস্তার গাছ ২,৫০,২৬২ (দুই লক্ষ পঞ্চাশ হাজার দুইশত বাষট্টি) টাকায় বিক্রয় করা হয়। উক্ত বিক্রয় মূল্যের ৫৫% লভ্যাংশ হিসেবে ১,৩৭,৬৪৪ (এক লক্ষ সাইত্রিশ হাজার ছয়শত চুয়াল্লিশ) টাকা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২২ জন উপকারভোগীর মাঝে এ অর্থ বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে ৫,০৯৮ (পাঁচ হাজার আটানব্বই) টাকার চেক বিতরন করা হয়। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বন কর্মকর্তা এ.কে.এম ফিরোজ।