21 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / সাভারের নীলা রায়কে হত্যার প্রতিবাদে ও মুন্সীগঞ্জের অপহৃত শ্রাবন্তী দত্তকে উদ্ধারের দাবীতে নাঃগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাভারের নীলা রায়কে হত্যার প্রতিবাদে ও মুন্সীগঞ্জের অপহৃত শ্রাবন্তী দত্তকে উদ্ধারের দাবীতে নাঃগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  সাভারের স্কুল ছাত্রী নীলা রায়কে হত্যার প্রতিবাদে  এর সাথে জড়িতদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং মুন্সীগঞ্জের অপহৃত শ্রাবন্তী দত্তকে উদ্ধারের জোর দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার ২৩শে  সেপ্টেম্বর বিকাল ৫ টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর আয়োজনে ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ এবং  নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন, সাভারের দশম শ্রেণীর শিক্ষার্থী নীলা রায়কে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে মুন্সীগঞ্জের অপহৃত শ্রাবন্তী দত্তকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ারও জোর দাবি জানাচ্ছি ।


তিনি আরো বলেন, সামনে শারদীয় দুর্গোৎসব। আরে এ উৎসবকে নস্যাৎ করতে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল এসব কর্মকাণ্ড করছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আমরা নিরাপদবোধ করছি। কিছু কিছু বিছিন্ন ঘটিয়ে একটি চক্র সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। এসব অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, আমরা সকল নির্যাতন, নিপীড়ন বন্ধেৎ ও মানবাধিকার রক্ষায় এবং এই সরকারের ভাবমূর্তি রক্ষায় রাজপথে আছি এবং থাকবো ।

এর পূর্বে চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ করে।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা পূজা পরিষদের নেতা সাংবাদিক উত্তম সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, প্রদীপ মন্ডল, বন্দর ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাশ, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, বন্দরের সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক সঞ্জয় কুমার পোদ্দার, সদস্য সচিব গোপাল বর্মন, যুব ঐক্য পরিষদ নেতা মিলন সরকার, শুভ প্রমুখ।

আরও পড়ুন...

সরাইলে পাড় ভেঙে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে পুকুর খনন করে বালু তোলার সময় …