13 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / সাব্বির আলম হত্যা মামলায় জাকির খানের পক্ষে না’গঞ্জ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন

সাব্বির আলম হত্যা মামলায় জাকির খানের পক্ষে না’গঞ্জ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন

নিউজ ব্যাংক ২৪. নেট : আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বীর আলম খন্দকার হত্যা মামলায় ছাত্র দলের সাবেক নারায়ণগঞ্জ জেলা শাখার সফল সংগ্রামী সভাপতি জাকির খানের নিঃশর্তে মুক্তির দাবিতে ও মামলায় খালাসের বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামী পক্ষের আইনজীবীবৃন্দ।

মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

যুক্তিতর্ক শেষে জাকির খানের পক্ষে আইনজীবীবৃন্দ সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে, ঐ ঘটনার সময় সে সেই স্থানে ছিলোনা এমনকি দেশেও ছিলোনা। সেই মামলার যুক্তিতর্ক শুনানী চলছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা এবং ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুনানী চলেছে। কেনো আমাদের আসামী মামলা থেকে খালাস পাবেনা, সে নির্দোষ এবং কি কারনে খালাস পাবে তার ব্যাপারে যুক্তিতর্ক করেছি। তবে আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারনে আগামীকাল পূণরায় যুক্তিতর্ক করা হবে। এরপর রাষ্ট্র পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবেন। তারপরেই আদালত রায়ের জন্য একটি দিন ধার্য্য করবেন, সেই দিন মামলার রায় দেওয়া হবে।
এদিকে প্রতিবারের ন্যায় এদিনও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলো। এ সময় নেতাকর্মী সমর্থকদের জাকির খানের মুক্তির দাবি করে স্লোগান দিতে থাকে আদালত পাড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মো শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হৃদয়, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, মোঃ সুমন, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, সহ-সভাপতি সোহাগ রাজ প্রমূখ।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ইং সালের নবনির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্ব …