29 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সাইনবোর্ডে অনাবিল পরিবহনের বাসে রহস্যজনক আগুন

সাইনবোর্ডে অনাবিল পরিবহনের বাসে রহস্যজনক আগুন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অনাবিল পরিবহনের একটি বাসে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গত সোমবার ৯ মে রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটি লিংক রোডের পাশেই পার্কিং করা ছিল। হঠাৎ আজ রাতের দিকে বাসটিতে আগুন ধরে যায়। এই অগ্নিকান্ডে অনাবিল (ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২) বাসটি অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, আগুনটি রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে। নাশকতা না অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড পার্কিং করার পর আগুনের ঘটনা
ঘটেছে বলে জানা যায়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, বাসটির ইঞ্জিনে সমস্যা থাকায় মিস্ত্রী বাসটি যখন ঠিক করছিল তখন স্ফূলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় কেউ আহত হন নি বলে জানান তিনি।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …