11 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সরকার বিএনপিকে ভয় পায়: গিয়াস উদ্দিন

সরকার বিএনপিকে ভয় পায়: গিয়াস উদ্দিন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই সরকার এখন শুধু নিজেদের ভাগ্য উন্নয়নের জন্যই নিজেদের অর্থবিত্ত আজ কুক্ষিগত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছেন। তাই আপনারা এখন বিএনপিকে নিয়ে ভয় পান। আপনারা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারেন না। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনাদেরও উচিত আমাদের মতো সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা। আজ আপনারা তা করতে পারেন না। কারণ সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেজন্য আপনারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুুর ৩ টায় ফতুল্লার রঘুনাথপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির অসংখ্য নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা প্রশাসনকে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার নষ্ট করছেন। আজ প্রশাসনে যারা রয়েছেন তাদের বেতন জনগণ দিয়ে থাকে। জনগণের শান্তি রক্ষার জন্য তারা কাজ করবে। কিন্তু প্রশাসনকে আপনারা অন্যায় কাজের নির্দেশ দিয়ে তাদের নীতি নৈতিকতা ধ্বংস করে দিচ্ছেন। আপনারা প্রশাসনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে প্রশাসনের অনেক ভালো কর্মকে আপনারা এমন বিপদগ্রস্থ করছেন যে তারা আপনাদের নির্দেশে মিথ্যা মামলা করে, জনগণের বিপক্ষে গিয়ে সমালোচনার মুখে পড়ছেন। আপনানা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনকে ব্যবহার করছেন। যা আপনাদের পরিত্যাগ করতে হবে। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে প্রশাসন সাহায্য
করবে সেজন্যই প্রশাসন। দীর্ঘদিন এই সরকার দুর্নীতি, অপরাধ করতে করতে গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা ভুলে গেছেন। আমাদের ন্যায়সংঘত আন্দোলনের কাছে আপনারা বারবার পরাজিত হচ্ছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, মোহাম্মদ জুয়েল আহাম্মেদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হুমায়ন আহাম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক
আবু সায়েম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডঃ বারী ভ’ইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন...

বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না- মুফতী মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম …